ঢাকা-৭ আসনের সাবেক এমপি সোলায়মান সেলিম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৪ই নভেম্বর ২০২৪ ১১:০৬ পূর্বাহ্ন
ঢাকা-৭ আসনের সাবেক এমপি সোলায়মান সেলিম গ্রেফতার

ঢাকা-৭ আসনের সাবেক আওয়ামী লীগ সদস্য সোলায়মান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগের সাবেক এমপি হাজি মো. সেলিমের বড় ছেলে। গতকাল বুধবার রাত দেড়টার দিকে চকবাজার থানার একটি পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশান এলাকা থেকে সোলায়মান সেলিমকে গ্রেফতার করে।  


চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন সংবাদমাধ্যমকে জানান, সোলায়মান সেলিমের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে এবং দীর্ঘদিন ধরে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তার অবস্থান শনাক্ত করে এবং তাকে গ্রেফতার করা হয়।  


উল্লেখ্য, সোলায়মান সেলিম গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে চলে যান। তার আগে, ১ সেপ্টেম্বর রাতে, তার বাবা হাজি সেলিমও রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেফতার হন। 


গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজি মো. সেলিমের দুই ছেলে, সোলায়মান সেলিমসহ, একই আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। শেষ পর্যন্ত সোলায়মান সেলিম নৌকা প্রতীকে ঢাকা-৭ আসনের মনোনয়ন পান। তবে, তার রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে বেশ কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে, যার কারণে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়। 


সোলায়মান সেলিমের গ্রেফতারের বিষয়টি রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি করেছে, এবং এ ঘটনার পেছনে আরও কোনো বড় অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা নিয়ে তদন্ত চলছে।