রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নদীতে ইলিশ মাছ ধরায় ৪ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন।
এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার মিটার জাল জব্দ করে তা পোড়ানো হয়। পরে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩জনকে ১৫ দিনের জেল ও ১জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১০ কেজি ইলিশ জব্দ করে তা উপজেলার ২টি এতিমখানায় বিতরণ করা হয়।
শুক্রবার (১৪ অক্টোবর) রাতে ৩জন ও ১৫ অক্টোবর সকালে ১জন জেলেকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এ জেল ও জরিমানা করেন।
অভিযানে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী জাহাঙ্গীর আলম, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপক্ষো করে মা ইলিশ নিধনের দায়ে তিন জেলেকে ১৬ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১ জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা সহ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।