কোস্টগার্ডের অভিযানে ৫ ডাকাত আটক, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৯শে সেপ্টেম্বর ২০২২ ০৬:২১ অপরাহ্ন
কোস্টগার্ডের অভিযানে ৫ ডাকাত আটক, অস্ত্র উদ্ধার

নোয়াখালী জেলার হাতিয়ার চর ঘাসিয়ায় ২ ডাকাত গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩টি এক নলা বন্দুক, ২ রাউন্ড তাজা গোলা ও  দেশীয় অস্ত্রসহ ৫ জন ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।


বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।


তিনি বলেন, নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন মেঘনা নদী সংলগ্ন ঘাসিয়ার চর একটি অপরাধ প্রবণ অঞ্চল। উক্ত চরে একচ্ছত্র আধিপত্য বিস্তারের লক্ষ্যে গ্রুপ ডাকাত দল অস্ত্র নিয়ে (খোকন এবং ফোকরা বাহিনী) বুধবার দিবাগত রাত ৩টার দিকে সংঘর্ষে লিপ্ত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি কোস্ট গার্ড দক্ষিণ জোন অবগত হয় এবং ডাকাত দলের সদস্যদের আটকের নিমিত্তে কোস্ট গার্ডের ৩ টি অভিযানিক দল ঘাইসার চরে অভিযান পরিচালনা করে। 


ডাকাত দল কোস্ট গার্ডের উপস্থিত টের পেয়ে বিছিন্ন হয়ে নৌকাযোগে পালানোর চেষ্টা করে। তবে কোস্ট গার্ডের দ্রুত গতি সম্পন্ন বোট নিয়ে কোস্ট গার্ডের অভিযানিক দল তাদের পিছু ধাওয়া করে। একপর্যায়ে লক্ষিপুর জেলার রামগতি উপজেলার মেঘনা নদীর চর আব্দুল্লাহ থেকে ডাকাত দলকে ০৩টি এক নলা বন্দুক, ০২ রাউন্ড তাজা গোলা, ০৬ টি রামদা এবং ০৫ টি বল্লমসহ কুখ্যাত ডাকাত "খোকন বাহিনীর" অন্যতম ০৫ সদস্যকে আটক করা হয়।


আটককৃত ডাকাতরা হলো লক্ষিপুর জেলার রামগতি থানার চরআবদুল্লাহ গ্রােমর ইসমাইল এর পুত্র আজিম (৩০), একই জেলার কমল নগর থানার চর কালকিনি গ্রামের আবদুল আলির পুত্র মোশাররফ (৩৭), রামগতি থানার চর গজারিয়া গ্রামের মোজাম্মেল হকের পুত্র লিটন (৩৫), চর আবদুল্লাহ গ্রামের আবদুর রশিদের পুত্র মো. হারুন (৩৭) এবং নোয়াখালী জেলার চর জব্বার থানার চরগজারিয়া গ্রামের মৃরাদের পুত্র মোঃ হিনজু (৩৭)।


তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত ডাকাতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করতঃ জব্দকৃত অস্ত্রসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।