ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে আসছে নিপালের বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক
জাহিরুল ইসলাম মিলন
প্রকাশিত: শনিবার ৯ই নভেম্বর ২০২৪ ০৫:০৩ অপরাহ্ন
ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে আসছে নিপালের বিদ্যুৎ

ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানিতে সাড়া দিয়েছে নেপাল। ভারতীয় সংবাদমাধ্যম *দ্য প্রিন্ট* জানিয়েছে, নেপাল শিগগিরই বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে, যার জন্য ভারতীয় বিদ্যুৎ সরবরাহ অবকাঠামো ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে।


নেপালের জ্বালানি ও পানিসম্পদমন্ত্রী দীপক খাড়কা সম্প্রতি ভারতের মন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে জানান, ত্রিপক্ষীয় চুক্তির আওতায় তারা ১৫ জুলাই থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভারতের ট্রান্সমিশন লাইনের মাধ্যমে এই বিদ্যুৎ রপ্তানি করবে। এর জন্য ভারত সরকার অনুমতি দেওয়ার আশ্বাস দিয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন।


গত ৩ অক্টোবর, বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে নেপাল ভারতের ভূখণ্ডের মাধ্যমে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করবে। এই চুক্তি জ্বালানি সহযোগিতার বিষয়ে ছয় বছর পর বাস্তবায়িত হচ্ছে, যা উপকারে আসবে তিন দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে।


নেপাল এই রপ্তানি পরিকল্পনায় ভারতীয় সঞ্চালন লাইনের ব্যবহারের অনুমতি চাইলে, ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আগামীদিনে তিন দেশের বিদ্যুৎ খাতে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।