মাদারীপুরের র্যাব ৮ কালকিনিতে অভিযান চালিয়ে একাধিক মামলার এজাহার নামীয় ৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। গতকাল রাত পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে মজিদবাড়ি ভুরঘাটা বাজার লালব্রীজ সংলগ্ন পশ্চিম পাশ থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
র্যাব জানায়, কালকিনি উপজেলার খাঁসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টহলদল বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যে চর এলাকায় একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী আটক করতে গেলে, আসামীরা পুলিশের উপর হামলা চালায়। এ ঘটনায় একটি মামলা দায়ের করেন পুলিশ।
মাদারীপুর র্যাব -৮ উক্ত মামলার সাথে সম্পৃক্ত আসামীদের ধরতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে গতকাল বুধবার ঢাকা জেলার কামরাঙ্গীচর এলাকা থেকে মামলায় এজাহারে নামিয় ২ জন আসামী গ্রেফতার করেন। তাদের দেয়া তথ্যমতে গত কালকিনি উপজেলার মজিদবাড়ি ভুরঘাটার লাল ব্রীজ সংলগ্ন পশ্চিম পাশে পলাতক অবস্থায় একই মামলায় এজাহার নামিয় আরও ৪ জন আসামি আটক করেন।
এসময় স্থানীয় জনসাধারনের উপস্থিতিতে তাদের কাছ থেকে, ০৫ টি দেশীয় তৈরি রিভলবার, ০১ টি দেশীয় তৈরি পাইপগান, ০১ টি দেশীয় তৈরি পিস্তল,০১টি ম্যাগাজিন, ০২ রাউন্ড পিস্তলের গুলি,০২ রাউন্ড পাইপগানের কার্তুজ,০৪টি মোবাইল,০৫টি সীমকার্ড এবং নগদ ৮,১৪৪/ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উদ্ধারকৃত অস্ত্র দ্বারা এলাকায় প্রভাব বিস্তার, ত্রাশ সৃষ্টি ও বিভিন্ন প্রকার অপরাধমুলক কার্যক্রম করে থাকে বলে স্বীকার করেছে এবং আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর ভয়ে উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও কার্তুজ নিয়ে আত্মগোপনের উদ্দেশ্যে ঢাকা গমন করছিল বলে জানায়। ধৃত আসামীরা আরো জানায় গত ১০ এপ্রিল ২০২২ তারিখ পুলিশ সদসস্যের উপর হামলার ঘটনায় তারা প্রত্যক্ষ ভূমিকা পালন করে।
ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক, বিস্ফোরক, ফোজদারী ও সরকারি কাজে বাধা প্রদান সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।