নাটোরের বড়াইগ্রামে স্কুল শিক্ষার্থীকে (১১) ধর্ষণ চেষ্টার অভিযোগে খোরশেদ আলম (৭৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুর ২টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নে ঘটনা ঘটে। শিক্ষার্থী জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী।
অভিযুক্ত খোরশেদ আলম উপজেলার জোনাইল ইউনিয়নের দ্বারিকুশি ঠাকুরপাড়া গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে। শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
ভুক্ত ভোগীর বাবা বলেন, আমার বাড়ির পাশের পুকুরে মাছ মারা চলছিল। পুকুর পাড়ে একটি ছাপড়া ঘরে মাছ রাখার পাতিল আনতে যায় আমার মেয়ে। সেই সময় খোরশেদ আলম ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। ঘরের পাশে থাকা একটি মেয়ে দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।