ঝিনাইদহের মধুপুর চৌরাস্তা এলাকায় পুলিশের উপর হামলা চালিয়ে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়া মামলায় পুলিশ ১৫ জনকে গ্রেফতার করেছে। গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা পুলিশের উপর হামলা চালিয়ে ঝিনাইদহ সদর থানার দুই এসআইসহ ৫ পুলিশ সদস্যকে জখম করে।
হামলার নেতৃত্বে দেওয়া স্থানীয় কালীচরণপুর ইউনিয়নের মেম্বর মিজানুর রহমান মিজুকে পুলিশ ঘটনার দিন রাতেই গ্রেফতার করে। মিজুর স্বীকারোক্তি মোতাবেকব পুলিশ বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে আরো ১৪ জনকে গ্রেফতার করতে সমর্থ হয়।
ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা শনিবার বিকালে জানান, শুক্রবার রাত ৮টার দিরেক গোপন সংবাদের ভিক্তিতে ঝিনাইদহ থানা পুলিশের একটি দল ঝিনাইদহ ঢাকামহা সড়কের কালীচরণপুর ইউনিয়নের মধুপুর চৌরাস্তায় অভিযান চালায়।
এ সময় পুলিশ এক চায়ের দোকান থেকে ৩'শ গ্রাম গাঁজাসহ উত্তর কাস্টসাগরা গ্রামের আবুল হোসেনের ছেলে আকিদুল ওরফে দরবেশকে আটক করে। আটকের খবর পেয়ে এলাকার ইউপি সদস্য মিজানুর রহমান মিজুর নেতৃত্বে বাজারের কতিপয় ব্যবসায়ী হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে আসামী আকিদুলকে ছিনিয়ে নিয়ে যায়।
এ সময় হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে এসআই আনোয়ার হোসেন, এসআই আজিজুর রহমান, কনস্টেবল আশরাফুল ইসলাম, সমেল ও এলেম শেখ আহত হন। পুলিশ আত্মরক্ষার্থে এ সময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনার পরপরই পুলিশ স্থানীয় কালীচরণপুর ইউনিয়নের মেম্বর মিজানুর রহমান মিজুকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, কালিচরণ পুর ইউনিয়নের মেম্বার মিজানুর রহমান মিজু¡ স্থানীয়াদের সঙ্গবদ্ধ করে পুলিশের উপর হামলা করে আসামী ছিনিয়ে নেয়। এ সময় তারা দুই এসআইসহ পাঁচ পুলিশকে জখম করে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।