আত্রাইয়ে হিরোইনসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি, নওগা:
প্রকাশিত: সোমবার ২৮শে মার্চ ২০২২ ০৫:৫৯ অপরাহ্ন
আত্রাইয়ে হিরোইনসহ যুবক আটক

নওগাঁর আত্রাই থানা পুলিশ হিরোইনসহ এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত যুবক উপজেলার মধুগুড়নই গ্রামের আফজাল সাহ’র ছেলে সেন্টু সাহ (৩০)।


পুলিশ সূত্রে জানা যায়, সেন্টু বেশ কিছুদিন থেকে এলাকায় মাদক সেবন ও কেনা বেচা করত। গত রোববার দিবাগত রাতে সে হিরোইনসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে সাহেবগঞ্জ তিন রাস্তার মোড় থেকে হিরোইনসহ তাকে গ্রেফতার করে।


এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতারকৃত সেন্টুর বিরুদ্ধে আত্রাই থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং গতকাল সোমবার তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।