রাজধানীতে এক মডেলকে ইভটিজিং ও অশালীন আচরণ করায় কনস্টেবল পদমর্যাদার দুই পুলিশ সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। তারা ডিএমপির গুলশান বিভাগের একজন এডিসির রানার ও চালক হিসেবে কর্মরত।
জানা যায়, মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ইফতারের পর বনানীর শেরাটন হোটেলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় মডেলের সঙ্গে তার স্বামীও ছিলেন। পরে ঘটনাস্থলে দাঁড়িয়েই ওই দম্পতি ঘটনাটি সবাইকে জানাতে ফেসবুক লাইভ করেন।
ফেসবুক লাইভে দেখা যায়, মডেলের স্বামীর শার্ট ছেঁড়া। তাদের গায়ে হাত তোলা হয়েছে বলেও দাবি করেন মডেল।
তবে ওই নারী মডেলের অভিযোগের পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে পুলিশ। সেখানে ওই নারীর জামা-কাপড় ছিঁড়ে ফেলা বা কটূক্তির কোনো দৃশ্য পাওয়া যায়নি। তবে অভিযোগকারী নারীর স্বামীর সঙ্গে বাকবিতণ্ডার চিত্র দেখা যায়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।