কোস্টগার্ডের অভিযানে লক্ষাধিক ইয়াবাসহ আটক- ৭

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির, উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: সোমবার ২৫শে এপ্রিল ২০২২ ০৭:৩৭ অপরাহ্ন
কোস্টগার্ডের অভিযানে লক্ষাধিক ইয়াবাসহ আটক- ৭

সেন্টমার্টিনে অভিনব কৌশলে ইয়াবা পাচারকালে  ১ লাখ দুই হাজার ইয়াবাসহ ৭ জন  পাচারকারিকে আটক করেছে কোস্ট গার্ড।


সোমবার (২৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে সকাল পৌনে ১১ টারদিকে বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক স্টেশন কমান্ডার লেঃ রাইয়ান আলম এর নেতৃত্বে সেন্টমার্টিনের পূর্বদিকে সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 


অভিযান চলাকালে একটি ফিশিং বোট এর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড টহলদল কর্তৃক বোটটিকে থামার সংকেত দেওয়া হলে বোটটি না থেমে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। কোস্ট গার্ড টহলদল ওই বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বোটটি তল্লাশী করে জালের ভিতর অভিনব কায়দায় লুকানো ১ লাখ দুই হাজার পিস ইয়াবাসহ সাত জন মাদক পাচারকারীকে আটক করা হয়। 


আটককৃতরা হলো, টেকনাফ মোচনী ক্যাম্পের কালা মিয়ার ছেলে হামিদ হোসেন (৪২), একই ক্যাম্পের আব্দুস সালামের ছেলে হোসেন জোহার (১৮), লুকমান হাকিমের ছেলে মোঃ জোবায়ের (২২),জাকারিয়ার ছেলে লাল মোহাম্মদ (২৫),আব্দুর রহমানের ছেলে মোঃ ইয়াছিন (১৯),টেকনাফ নাইটংপাড়ার বাসিন্দা লাল মিয়ার ছেলে বসির আহমেদ (৪৫), মোঃ আব্দুর রশিদের ছেলে মোঃ আলম (২০)।


উক্ত সংবাদের সত্যতা নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএ লাবিব উসামা আহ্মাদুল্লাহ্ জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা পাচার কাজে ব্যবহৃত কাঠের নৌকা এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।