পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি থেকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার (০১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ভান্ডারিয়া শহীদ মিনার চত্বরে এ সংঘর্ষ ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছাত্রদল নেতা মাহাতাব হোসেন সজিব বেপারী, বাকী বেপারী, নবীন ফরাজী, লোকমান সরদার এবং সুজন রয়েছেন।
সংঘর্ষের সময় ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহমেদ আনোয়ার দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দু’পক্ষকে সড়িয়ে দেন এবং সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিক রেজা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে একটি র্যালি বের করেন। র্যালিটি কলেজ রোড অতিক্রম করে ভান্ডারিয়া শহীদ মিনার চত্বরে পৌঁছালে ছাত্রদলের এক পক্ষ এবং যুবদলের বহিষ্কৃত এক নেতার নেতৃত্বে অপর পক্ষ আকস্মিকভাবে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু করেন।
এ সময় পুলিশ দ্রুত উপস্থিত হয়ে সংঘর্ষ থামায় এবং দুই গ্রুপকে বিচ্ছিন্ন করে দেয়। প্রায় আধাঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে ছাত্রদল ও সাবেক ছাত্রদলের ৫ জন নেতাকর্মী আহত হন। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়, তবে বর্তমানে পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় মোতায়েন রয়েছে।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার পুলিশ কর্মকর্তা জানান, সংঘর্ষের ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।