১৩ তম ওভারের প্রথম বলে সাকিবের বোল্ডের শিকার হন ইলিপস। ইনিংসের ১১তম ওভারে জোড়া উইকেট তুলে নেন মোহাম্মদ সাইফউদ্দিন। ১২তম ওভারে সাকিব আল হাসান আক্রমণে এসে তুলে নিলেন অ্যাশটন টার্নারকে। ফলে ১৩.১ ওভারে মাত্র ৫৮ রানে ৯ উইকেট হারাল অস্ট্রেলিয়া।
১২৩ রানের লক্ষ্যে ব্যাট করছে দলটি।
সাইফউদ্দিনের তিন শিকারে বাড়ল আশা
১১তম ওভারে জোড়া উইকেট তুলে নিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। সুবাদে ১২২ রানের পুঁজি নিয়েও জয়ের আশা বাড়ল বাংলাদেশের।
সাইফউদ্দিনের বলে বোল্ড ক্যারি
অ্যালেক্স ক্যারিকে সরাসরি বোল্ড করে ফেরালেন মোহাম্মদ সাইফউদ্দিন। ১০.৩ ওভারে ৫৩ রানে পঞ্চম উইকেট পড়ল অজিদের। ক্যারি ৭ বলে ৩ রান করেছেন।
ওয়েডের পর ফিরলেন ম্যাকডারমট
পর পর দুই ওভারে উইকেট হারাল অস্ট্রেলিয়া। সাকিব আল হাসানের শিকার হলেন ম্যাথু ওয়েড। এরপর মাহমুদউল্লাহর শিকার বেন ম্যাকডারমট।
৬ ওভার শেষে অস্ট্রেলিয়া ৩১/২
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করছে অস্ট্রেলিয়া।
৬ ওভার অর্থাৎ পাওয়ার প্লে শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩১/২।
ফের নাসুমের আঘাত, ফিরলেন মার্শ
চলতি সিরিজে অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল ব্যাটারের নাম মিচেল মার্শ। তাকেও দ্রুত তুলে নিলেন নাসুম আহমেদ। নিজের দ্বিতীয় ও ইনিংসের চতুর্থ ওভারে মার্শকে এলবিডব্লিউ করলেন এই বাঁহাতি স্পিনার।
ফলে ৩.৫ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ১৭/২। ৯ বলে ৪ রান করেছেন মার্শ। অন্যদিকে দুই ওভারে ২ উইকেট পেলেন নাসুম।
আক্রমণে এসেই ক্রিশ্চিয়ানকে ফেরালেন নাসুম
আগের ম্যাচে সাকিব আল হাসানের এক ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়েছিলেন ড্যান ক্রিশ্চিয়ান। এদিন যিনি ওপেনিংয়ে উঠে আসেন। কিন্তু তাকে শুরুতেই তুলে নিয়েছেন নাসুম আহমেদ। নিজের প্রথম বলেই ফিরিয়েছেন সরাসরি বোল্ড করে।
৩ বলে ৩ রানের বেশি করতে পারেননি ক্রিশ্চিয়ান। ১.১ বলে ৩ রানে প্রথম উইকেটের পতন অজিদের।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।