কঠোর জৈব সুরক্ষা বলয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ। একের পর এক শর্ত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। সবশেষ শর্ত হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ছক্কা মারলে বল যদি গ্যালারিতে গিয়ে পড়ে সেক্ষেত্রে নতুন বল দিতে হবে।
সেই প্রস্তুতি নিয়েই ম্যাচ আয়োজন হয়েছে। পর্যাপ্ত বলও সংগ্রহ করে রেখেছিল বিসিবি। জানা যায়, ২০টির মতো বলও জোগাড় করে রাখা হয়েছিল সিরিজের প্রথম ম্যাচের জন্য।
এই ম্যাচে বাংলাদেশ টসে হেরে আগে ব্যাট করার আমন্ত্রণ পায়। ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ৩টা ছক্কা মারতে পারে। একটি ইনিংসের দ্বিতীয় বলের সময় নাঈম শেখ। দ্বিতীয়টি ৪.২ বলের সময় মিড উইকেট দিয়ে গ্যালারিতে পাঠান নাঈম। নিয়ম অনুযায়ী নতুন বল দেয়া হয়। তৃতীয় ছক্কা আসে ১৩তম ওভারের প্রথম বলে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে। স্কয়ার লেগ অঞ্চল দিয়ে ওভার বাউন্ডারি হয়ে বল চলে যায় গ্যালারিতে। এবারও নতুন বল আসে বোলারের হাতে।
বাংলাদেশ দুটি বল গ্যালারিতে পাঠালেও শর্ত বেঁধে দেয়া অজিরা গ্যালারিতে পাঠাতে পারেনি একটি ছক্কাও। অজিদের ইনিংসে মাত্র দুটি ছক্কা আসে। একটি দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে জশ ফিলিপের ব্যাটে, অন্যটি ১৫তম ওভারের প্রথম বলে মিচেল মার্শের ব্যাট থেকে।
আজ সিরিজের দ্বিতীয় ম্যাচ। সন্ধ্যা ছয়টায় মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ২৩ রানে হেরে যায় অজিরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।