রোববার ২০২০ সালের জন্য বিসিবি কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করার পর তাতে সৌম্যর নাম না দেখে অবাক হন অনেকেই। এই হার্ডহিটিং ওপেনার ,ভালো পারফর্মেন্স কিংবা ফর্মহীনতার জন্য সবসময় থাকেন আলোচিত। কিন্তু কেন্দ্রীয় চুক্তির তালিকায় দেখা যায়নি সৌম্য সরকারের নামটি।
কেন্দ্রীয় চুক্তির তালিকা করার সময় নাকি এই সৌম্যর নামটিই ভুলে গিয়েছিলেন বিসিবির কর্মকর্তারা! যে কারণে 'ভুলে' তার নামটি চুক্তিতে থাকেনি।রোববার নাম না বলা হলেও সোমবার বলা হচ্ছে সৌম্য চুক্তিতে আছেন!
রোববার ২০২০ সালের জন্য বিসিবি ১৬ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার হয়েও কেন্দ্রীয় চুক্তিতে ঠাঁই হয়নি সৌম্য সরকারের এটি অবাক করে তুলে সবাইকে।
গত বছর তিন সংস্করণে বাংলাদেশের খেলা ৩০টি ম্যাচের ২৫টিতেই ছিলেন সৌম্য। টেস্ট ও ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। গতকাল এই তালিকা প্রকাশের পর থেকেই ক্রিকেটাঙ্গনে নানারকম আলোচনার সৃষ্টি হয়।কিন্তু রাত পোহানোর সঙ্গে সঙ্গে পাল্টে যায় সবকিছু।
নতুন চমক!দিয়ে সোমবার বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে,"ভুলে" সৌম্যর নামটি কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছে! ভুল সংশোধন করে দ্রুতই তার নাম তালিকায় যোগ করা হবে।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, প্রাথমিকভাবে কেন্দ্রীয় চুক্তির জন্য ২৪ জনের তালিকা জমা দিয়েছিল নির্বাচকেরা। সেখান থেক ১৬ জন নির্বাচিত করা হয়েছে। এই ৮জনকে বাদ দিতেই নাকি সৌম্য ভুলে বাদ পড়ে গেছেন।
তবে এদিকে সবাইকে অবাক করে নাজমুল হোসেন শান্তকে সাদা ও লাল দুই বলের ক্রিকেটেই রাখা হয়েছে। যারা এখনও জাতীয় দলে থিতু হতে পারেননি। তা সত্ত্বেও কেন তাকে দুই বলের চুক্তিতে রাখা হল, এ নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রশ্ন উঠেছেও রুবেল হোসেনের বাদ পড়া নিয়েও প্রশ্নের উত্তরে মিনহাজুল বলেন, ‘রুবেলের পারফরম্যান্স সন্তোষজনক নয়। তবে সে দলের বাইরে নয়। আর ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু তরুণ খেলোয়াড় রাখা হয়। সেখানেই আমরা নাজমুল হোসেন শান্ত, নাঈম, আফিফদের রেখেছি।’
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।