খুব শিগগির মাঠে নামছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একটি চ্যারিটি ম্যাচ খেলতে মাঠে নামবেন তিনি।
জুয়াড়ি প্রস্তাব গোপন করায় আন্তর্জাতিক ক্রিকেটসহ সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয় এই বিশ্বসেরা অলরাউন্ডারকে। তবে এ ধরনের ম্যাচ খেলতে বাধা নেই তার।
আগামী ২৮ মার্চ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে মেলবোর্নের মুখোমুখি হবে সিডনি। আর সেই ম্যাচে দেখা যাবে সাকিব কে।
দাতব্য ম্যাচটির নামকরণ করা হয়েছে "ইন্ডিপেন্ডেন্স ডে ক্রিকেট ফেষ্টব্যাল"। ইতিমধ্যে ম্যাচটির টিকিট বিক্রি শুরু হয়েছে।
ম্যাচটিতে মেলবোর্নের হয়ে মাঠ মাতাবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার খেলার খবর পেয়ে এরই মধ্যে টিকিট কাটতে শুরু করেছেন প্রবাসী বাঙালি এবং বিদেশি সাকিব ভক্তরা।
গেল বছর অক্টোবরে জুয়াড়ির প্রস্তাব গোপন করায় সাকিব আল হাসানের ওপর ২ বছরের সাজা ঘোষণা করেন আইসিসি। তবে দায় স্বীকার করায় ১ বছর শিথিল করা হয়।
সবকিছু ঠিক থাকলে আসন্ন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে জাতীয় দলে ফিরবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।