৯৪তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে সেনাবাহিনী অফিসার নেবে

নিজস্ব প্রতিবেদক
জিহাদ হায়দার , ক্রীড়া প্রতিবেদক ইনিউজ৭১
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৫ই আগস্ট ২০২৪ ০৮:১৮ অপরাহ্ন
৯৪তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে সেনাবাহিনী অফিসার নেবে

৯৪তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে জনবল নেবে বাংলাদেশ সেনাবাহিনী। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, আইএসএসবি পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ মিলিটারি একাডেমিতে তিন বছরের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ শেষে লেফটেন্যান্ট পদে কমিশন দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১৯ অক্টোবর ২০২৪।


কমিশন্ড অফিসার হওয়ার যোগ্যতা:


বয়স: ০১ জুলাই ২০২৫ তারিখে ১৬ বছর ৬ মাস হতে ২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

ন্যূনতম উচ্চতা: পুরুষ- ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলা- ৫ ফুট ১ ইঞ্চি। 


শিক্ষাগত যোগ্যতা:


ক. মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষার যে কোন একটিতে জিপিএ-৫.০০ ও অন্যটিতে ন্যূনতম জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ। ইংরেজী মাধ্যমের প্রার্থীগণের জন্য ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে "এ’ গ্রেড ও ৩টিতে "বি’ গ্রেড থাকতে হবে এবং  ‘এ’ লেভেল এ ২টি বিষয়ের মধ্যে ১টিতে "এ’ গ্রেড ও ১টিতে "বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ।  


খ. ২০২৪ সালের এইচএসসি/ ‘এ’ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ এবং ‘ও’ লেভেল পরীক্ষায় ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে "এ’ গ্রেড ও ৩টিতে "বি’ গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে


জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক।


আবেদন করার পদ্ধতি:


আবেদনকারী প্রার্থীগণকে আরও পড়ুন: