টস জিতে ফের ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার ৭ই আগস্ট ২০২১ ০৫:৪৫ অপরাহ্ন
টস জিতে ফের ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ নিশ্চিত হয়ে গেছে ইতোমধ্যেই। এবার হোয়াইট ওয়াশের মিশন। সিরিজের বাকি দুটি ম্যাচ জিতলেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করবে টাইগাররা। যার প্রথমটি শুরু হচ্ছে আজ (শনিবার) বিকেল ছয়টায়। 


এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।


পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটিতেই অস্ট্রেলিয়াকে নাকাল করেছে টাইগার ব্রিগেড। প্রথম টি-টোয়েন্টিতে ২৩ রানের জয়ের পর দ্বিতীয়টিতে ৫ উইকেট আর সিরিজ জয়ের ম্যাচে ১০ রানের জয় পায় মাহমুদউল্লাহ রিয়াদের দল।


হাতে আর দুটি ম্যাচ। প্রথমবারের মতো টি-টোয়েন্টি জয়, সিরিজ জয়ের মাইলফলক হয়ে গেছে। এখন শেষ দুটি ম্যাচ জিততে পারলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লজ্জাও দিতে পারবে স্বাগতিকরা।