ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের সাহাপাড়া গ্রামে একটি অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইয়াছিন মিয়ার বাড়ির পূর্ব পাশে খালের ওপর নির্মিত একটি ব্রিজ রয়েছে, তবে দুপাশে সংযোগ সড়ক না থাকায় ব্রিজটি কার্যত অকেজো হয়ে পড়েছে। ব্রিজটি নির্মিত হলেও সেখানে কোনো রাস্তা না থাকায় এলাকাবাসী বিশেষ করে স্থানীয়দের জন্য এটি হয়ে দাঁড়িয়েছে এক অব্যবহৃত স্থাপনা।
সরেজমিনে দেখা গেছে, গত ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সেচ বিভাগ কর্তৃক এই ব্রিজটি নির্মাণ করা হয়। তবে, এই ব্রিজের মূল কাঠামো নির্মাণ শেষ হলেও দুটি পাশে গাইড রোড কিংবা সংযোগ সড়ক নির্মাণের কোনো উদ্যোগই নেয়া হয়নি। ফলে, ওই এলাকার মানুষজন এ ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করতে পারছেন না, বরং সড়কবিহীন ব্রিজটি এখন শুধু একটি বেহাল দশায় পড়ে রয়েছে।
এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, গত কয়েক মাস ধরেই ব্রিজটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা আদিল মিয়া বলেন, ‘‘অনেকদিন আগে এই খালের ওপর ব্রিজটি নির্মিত হলেও একদিনের জন্যও এটি ব্যবহারযোগ্য হয়নি।’’ তার সঙ্গী ডালিম মিয়া বলেন, ‘‘এখন খালের ওপর দাঁড়িয়ে থাকা এই ব্রিজটি কোনো কাজে আসছে না, কেন বা কী কারণে কর্তৃপক্ষ এটি নির্মাণ করেছে, তা বুঝতে পারছি না।’’
এদিকে, ব্রিজ নির্মাণের পর সংযোগ সড়ক না থাকার কারণে এলাকাবাসী দুর্ভোগের শিকার হচ্ছেন। এই এলাকায় বেশ কয়েকটি গ্রাম ও পাড়া রয়েছে, যেখানকার মানুষ প্রতিদিন ব্রিজটি দিয়ে চলাচল করতো। কিন্তু সড়ক না থাকায় তাদের জন্য এখন অন্যদিকে ঘুরে যাতায়াত করতে হচ্ছে, যা তাদের জন্য অতিরিক্ত সময় ও শ্রমের ব্যয় সৃষ্টি করছে।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইয়া বলেন, ‘‘ব্রিজটির খোঁজ-খবর নেওয়া হবে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’’ তিনি আশ্বাস দেন যে, ব্রিজটি কার্যকর করার জন্য সড়ক নির্মাণের বিষয়টি শিগগিরই দেখবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে, প্রশ্ন উঠছে— সরকারি অর্থের অপচয় রোধে এ ধরনের অপ্রয়োজনীয় কাজ কেন করা হয়, যেখানে কোনও বাস্তবতাও ছিল না? এলাকাবাসী দাবি জানাচ্ছেন, দ্রুত সড়ক নির্মাণের মাধ্যমে ব্রিজটির ব্যবহার নিশ্চিত করা হোক, যাতে তাদের দুর্ভোগ লাঘব হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।