টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রন পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার ৪ঠা সেপ্টেম্বর ২০২২ ০৭:৩৯ অপরাহ্ন
টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রন পাকিস্তানের

এশিয়া কাপের ১৫তম আসরে আবারও মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্ধী ভারত-পাকিস্তান। চলতি আসরে দুই দল ছিল ‘এ’ গ্রুপে। গ্রুপ পর্বের দেখায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৫ উইকেটের জয় পায় ভারত।


আজ সুপার লড়াইয়ের ম্যাচে দুবাই স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।


ইনজুরিতে পাকিস্তানের একাদশ থেকে ছিটকে গেছেন পেসার শাওনেওয়াজ দাহানি। তার জায়গায় এসেছেন আরেক পেসার মোহাম্মদ হাসনাইন। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটিতে ভারতীয় দলে নেই রবীন্দ্র জাদেজা। তার জায়গায় এসেছেন দীপক হুডা। এছাড়া পেসার আভেশ খানের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন রবি বিষ্ণুই।


পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রৌফ, মোহাম্মদ হাসনাইন।


ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণুই, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং।