মুশফিককে বাসা থেকে ডেকে নিয়ে হুমকি!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ৩রা মার্চ ২০২০ ১১:১৩ পূর্বাহ্ন
মুশফিককে বাসা থেকে ডেকে নিয়ে হুমকি!

দফায় দফায় বুঝিয়েও কোনো লাভ হলো না। মুশফিকুর রহিম নিজের সিদ্ধান্তে এখনো অনড়। জানিয়ে দেন পাকিস্তান সফরে তিনি যাবেন না। এরপরই ভিন্ন পথে হাঁটে বিসিবি। বিশ্বস্ত সূত্রে জানা গেল, একের পর এক চাপও সৃষ্টি করে বোর্ড কর্তারা। যদিও শুরুর দিকে ওই চাপ ছিল পরোক্ষ। শেষমেশ আরও হার্ড লাইনে যায় তারা।

মুশফিককে বাসা থেকে ডেকে নিয়ে একপ্রকার হুমকি দেওয়া হয়, যদি পাকিস্তান যেতে রাজি না হন, তাহলে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের একাদশ থেকে বাদ দেওয়া হবে। তবুও মুশফিক মাথা নড়াননি।

যেমন ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও। তিনি বলেন, ‘আমরা মুশফিককে ডেকেছিলাম পাকিস্তানে যাওয়ার ব্যাপারে ওর মতামত জানতে। সে বলে দিয়েছে সে যাবে না।’

একইসঙ্গে মুশফিককে যে বাদ দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল সেটি উড়িয়ে দেন মিনহাজুল, ‘এটি (ডেকে নিয়ে হুমকি) ঠিক নয়। মুশফিক পাকিস্তান না গেলেও কাল খেলবে।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব