প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯, ০:৪২
রাহকিম কর্নওয়াল, আন্তর্জাতিক আঙিনায় তার আবির্ভাবটাই বিস্ময় জাগিয়ে। উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি, ওজন ১৪৬ কেজি! এমন পাহাড়ের মতো শরীর নিয়ে তিনি কিভাবে টেস্টের মতো ফরমেটে খেলবেন? অনেকেরই মনে জেগেছিল এমন প্রশ্ন। শুধু ব্যাটসম্যান হলে কথা ছিল, কর্নওয়াল কিন্তু একজন বোলারও। অফব্রেক বোলিংটাই তার বেশি কার্যকর মনে করা হয় ব্যাটিংয়ের চেয়ে। টেস্টের মতো দীর্ঘ ফরমেটে তাই স্লিপ ফিল্ডিংয়ে দাঁড়িয়ে সময় পার করে দেয়ারও উপায় নেই।
দ্বিতীয় রেকর্ডটি হলো, ভারতের স্পিন সহায়ক উইকেটেও গত প্রায় তিন বছরের মধ্যে কেউ এক টেস্টে ১০ উইকেট পাননি। কর্নওয়ালই তিন বছরের মধ্যে প্রথম স্পিনার হিসেবে এই রেকর্ড গড়েছেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব