প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ৪:৩৪
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে খুলনা টাইগার্স। আসরের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে হারিয়েছে মুশফিকুর রহিমের দল। চট্টগ্রামের দেওয়া ১৪৫ রানের টার্গেট ৩৭ বল বাকি থাকতে পেরিয়ে যায় খুলনা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠায় খুলনা। রবি ফ্রাইলিংক-মোহাম্মদ আমির-আমিনুল ইসলামদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করে চট্টগ্রাম। জবাবে রহমানউল্লাহ গুরবাজ ও রিলে রুশোর ঝড়ো ফিফটিতে মাত্র ১৩.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৬ রান করে জয় তুলে নেয় খুলনা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব