প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১
নতুন দুটি টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই ‘চ্যাম্পিয়ন্স কাপ’ নামে নতুন এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
অন্যদিকে, টি-টোয়েন্টির বিশ্বকাপ আসরেও বাড়ানো হবে দলের সংখ্যা। সেখানে ১৬ থেকে ২০টি দলকে দেয়া হবে অংশ গ্রহণের সুযোগ। যাতে ম্যাচও হবে ৫৫টি। তবে ওয়ানডে বিশ্বকাপে থাকছে না কোনও পরিবর্তন।