দল যখন এশিয়া কাপের মঞ্চে তখন ভয়াবহ বন্যার কবলে পাকিস্তান। ইতোমধ্যে দেশটির এক তৃতীয়াংশ মানুষ বন্যায় আক্রান্ত। মারাত্মক এই বন্যার কবলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশটি। এক হিসাবে দেশটি বন্যার কারণে ইতোমধ্যে ১৮০০ কোটি ডলার ক্ষতির মুখে পড়েছে।
কেবল আর্থিক ক্ষতি নয় বন্যার কারণে দেশটির অনেক মানুষ দুঃখ-দুর্দশায় সময় কাটাচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিততে চান পাকিস্তানের তারকা ক্রিকেটার শাদাব খান।
পাকিস্তান ক্রিকেটের ওয়েবসাইটে এক কলামে শাদাব লেখেন, ‘অভূতপূর্ব এই দুর্যোগের কারণে দেশের এক-তৃতীয়াংশ এখন পানির নিচে তলিয়ে গেছে। আমরা এখন দেশে নেই। দূর থেকে দেশের মানুষের যন্ত্রণা দেখা আরও কষ্টকর। আমরা এই এশিয়া কাপটা জিতে দেশের বন্যা দুর্গত মানুষের মুখে হাসি ফিরিয়ে আনতে চাই।’
ফাইনালে মাঠে নামার আগে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোর পর্বে ম্যাচ হেরেছিল পাকিস্তান। তবে সেই ম্যাচে হারলেও ফাইনালে লঙ্কানদের বিপক্ষে চাপ জেতার আশা শাদাবের। তিনি আরও যোগ করেন,
‘আমরা খুবই ভালো একটা দল। কিন্তু তখনই আমরা চ্যাম্পিয়ন দল হব, যখন এই এশিয়া কাপ ও পরের কয়েকটা গুরুত্বপূর্ণ সিরিজ় জিতব। আমি আগেও বলেছি, চ্যাম্পিয়ন দলরা যেকোনো পরিস্থিতির চাপ সামলাতে পারে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে জয়ী হতে পারে। আর রোববারের ফাইনালে সেটাই আমাদের লক্ষ্য থাকবে।’
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।