সিলেটের চা বাগানগুলোতে চা উৎপাদনে ব্যাপক ধস

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: মঙ্গলবার ৫ই নভেম্বর ২০২৪ ০৬:০২ অপরাহ্ন
সিলেটের চা বাগানগুলোতে চা উৎপাদনে ব্যাপক ধস

সিলেটের চা বাগানগুলোতে চা উৎপাদনে ব্যাপক ধস নেমেছে। সম্প্রতি চা শ্রমিকদের টানা আন্দোলনের ফলে বাগানগুলোতে উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। শ্রমিকরা বকেয়া মজুরি এবং প্রভিডেন্ট ফান্ড (পিএফ) এর চাঁদা জমা না দেওয়ার প্রতিবাদে আন্দোলন করছেন। 


চলতি মাসের ৪ তারিখে ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মালিকানাধীন লাক্কাতুরা, কেওয়াচড়া ও দলদলি চা বাগানের শ্রমিকরা ১৫ দিন ধরে কর্মবিরতি পালন করছেন। শ্রমিকদের অভিযোগ, তাদের বকেয়া মজুরি পরিশোধ না করা এবং প্রভিডেন্ট ফান্ডের চাঁদা আদায় করেও তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা না দেওয়া হচ্ছে। তারা জানিয়েছেন, মালিকপক্ষের অজুহাতে তাদের মজুরি মিটছে না, অথচ বাগানের ম্যানেজারসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের বেতন ঠিকই পাচ্ছেন।


এই আন্দোলনের ফলে এনটিসি মালিকানাধীন ১২টি চা কারখানা বন্ধ হয়ে গেছে, যার ফলে চা উৎপাদনে মারাত্মক ক্ষতি হচ্ছে। চা পাতা নষ্ট হচ্ছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। 


সিলেটের ১৬৮টি চা বাগানের মধ্যে ১৩৬টি সিলেট বিভাগের তিন জেলায় অবস্থিত। চা শ্রমিকরা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছেন, যার মধ্যে বকেয়া বেতন ও সুরক্ষার অভাব অন্যতম। 


এ বিষয়ে ন্যাশনাল টি কোম্পানির জেনারেল ম্যানেজার এমদাদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।