টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ ১৫ জন আটক

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির,নিজস্ব প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: শনিবার ৪ঠা জানুয়ারী ২০২৫ ১০:০১ অপরাহ্ন
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ ১৫ জন আটক

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা, তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড তাজা গুলিসহ ১৫ জন ডাকাত ও মাদক পাচারকারী আটক হয়েছে। অভিযানে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি কোস্ট গার্ড।  


কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩ জানুয়ারি রাত ১১টায় কক্সবাজার জেলার টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।  


মিয়ানমারের মংডু জেলার নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত ফিশিং বোট বাংলাদেশ জলসীমায় প্রবেশ করলে কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দেয়। কিন্তু বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড ফাঁকা গুলি ছুঁড়ে সংকেত প্রদান করে। বোট থেকে কোস্ট গার্ডের ওপর অতর্কিত গুলি চালানো হলে আত্মরক্ষার্থে এবং বোটটিকে থামানোর উদ্দেশ্যে কোস্ট গার্ড ওয়াটার লাইন ও ইঞ্জিন রুম লক্ষ্য করে গুলি চালায়।  


অবশেষে বোটটি থেমে গেলে কোস্ট গার্ড সদস্যরা সেটি আটক করে। বোট তল্লাশির সময় ১০ হাজার পিস ইয়াবা, তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা গুলি এবং ১৫ জন ডাকাত ও মাদক পাচারকারী আটক করা হয়। বোটের ইঞ্জিনরুমে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। পরে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  


আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা মিয়ানমার থেকে মাদকদ্রব্য বাংলাদেশে পাচারের জন্য এনেছিল। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সমুদ্রে ফেলে দেয়। সমুদ্রে ফেলে দেওয়া মাদকদ্রব্য উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।  


জব্দকৃত ইয়াবা, অস্ত্র, গুলি এবং আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, মাদক ও সন্ত্রাস দমনে তাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।