বিদেশে পালানোর চেষ্টায় হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি- ময়মনসিংহ
প্রকাশিত: শনিবার ৪ঠা জানুয়ারী ২০২৫ ০৫:০৩ অপরাহ্ন
বিদেশে পালানোর চেষ্টায় হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের নান্দাইলে কলেজ ছাত্র মুরাদ হাসান হত্যাকাণ্ডের মূল আসামি ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আশরাফুল আলম হামিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।  


গ্রেপ্তারকৃত হামিম নান্দাইল উপজেলার আলাবক্সপুর এলাকার বাসিন্দা এবং শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগ নেতা। পুলিশ জানায়, মুরাদ হাসান হত্যা মামলার তদন্ত চলাকালে গোপন সূত্রে খবর আসে যে, হামিম কাতার পালানোর প্রস্তুতি নিচ্ছেন।  


ওসি ফরিদ আহমেদ জানান, "হত্যাকাণ্ডের মূল হোতা হামিমকে শুক্রবার রাতে বিমানবন্দর থানা পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে নান্দাইল থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।"  


উল্লেখ্য, গত বছর ৩১ মে রাতে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আনারস প্রতীকের প্রচার লিফলেট বিতরণের সময় ছুরিকাঘাতে কলেজ ছাত্র মুরাদ হাসান নিহত হন। এই ঘটনায় মুরাদের বাবা তোফাজ্জল হোসেন ভূইয়া ১১ জন ছাত্রলীগ নেতাকর্মীর নামে হত্যা মামলা দায়ের করেন।  


হত্যাকাণ্ডের পর থেকেই হামিম আত্মগোপনে ছিলেন। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর বিদেশে পালানোর চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় ধরা পড়েন হামিম।  


মুরাদ হত্যাকাণ্ডের বিচার দাবিতে এলাকায় প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়রা আশাবাদী যে হামিমের গ্রেপ্তার এই মামলার দ্রুত নিষ্পত্তিতে সহায়ক হবে।  


এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নান্দাইলের সাধারণ মানুষ দ্রুত বিচার কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছে।