হাট বাজারগুলোতে কমছে না জনসমাবেশ
শিবগঞ্জের প্রশাসন তৎপর থাকার পরেও হাটবাজারগুলোতে জনসমাবেশ কমছে না। সাধারণ বাজারের মতো মানুষের চলাফেরা রয়েই গেছে।
বৃহস্পতিবার সকালে মনাকষাসহ বিভিন্ন বাজার ঘুরে ও খোঁজ নিয়ে জানা ও দেখা গেছে, অনেক দোকান বন্ধ থাকলেও প্রয়োজন ছাড়াই কিছু দোকান খোলা থাকছে। কিছু কিছু দোকানে বেচাকেনা স্বাভাবিক ও পাঁচ জনের বেশি লোকজন রয়েছে।
পোল্ট্রি বাজারে মানুষ লাইন ধরে পোল্ট্রি কিনছে। পোল্ট্রি ব্যবসায়ীরা মাইকিং করে দাম কমিয়ে পোল্ট্রি বিক্রিতে প্রতিযোগিতা শুরু করেছে। মাছের বাজারেও একই অবস্থা। পোল্ট্রি বাজারের স্থানে স্থানে পোল্ট্রির ময়লারস স্তূপ জমে আছে। স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, আমরা জনসচেতন করতে বিভিন্ন প্রশাসন ও দলীয় লোকজনের নিয়ে ব্যাপক প্রচার অভিযান চালাচ্ছি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।