কক্সবাজার শহরে মাদকের টাকা দিতে না পারায় নিজের মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। গত শনিবার (২৩ নভেম্বর) রাতে কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়ুয়া পাড়ায় ঘটেছে এই হৃদয়বিদারক ঘটনা। অভিযুক্ত ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ (২৮) মাদকের জন্য প্রায়ই তার মাকে নির্যাতন করতেন বলে অভিযোগ।
নিহত নারী আনোয়ারা বেগম মেরী (৫৫) কক্সবাজার শহরের নিয়াজ আহমেদের স্ত্রী। ঘটনার সময় আবিদ ও তার মা ঘরের মধ্যে একা ছিলেন, আর আবিদের বাবা নিয়াজ আহমেদ চট্টগ্রামে মেয়ের বাসায় চিকিৎসার জন্য অবস্থান করছিলেন। ঘটনার পর আবিদ নিজেই কক্সবাজার সদর থানায় গিয়ে মাকে হত্যার কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানিয়েছেন, ‘‘অভিযুক্ত আবিদ তার মাকে হত্যার কথা স্বীকার করেছেন এবং লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল পাঠানো হয়েছে।’’ পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, আবিদ দীর্ঘদিন ধরে মাদকের নেশায় আসক্ত ছিলেন এবং মায়ের কাছে টাকা চেয়ে তাকে নিয়মিত চাপ দিতেন। মাদকের জন্য মায়ের প্রতি সহিংস আচরণও তার মধ্যে বৃদ্ধি পায়। একাধিকবার পরিবার ও এলাকাবাসী তাকে সতর্ক করলেও কিছুতেই তার পরিবর্তন হয়নি। অবশেষে সেই সহিংসতার শিকার হলেন আনোয়ারা বেগম, যিনি সম্ভবত সন্তানের খেসারত দিয়ে নিজের জীবন দিলেন।
এই ঘটনা কক্সবাজার শহরের শান্তিপূর্ণ পরিবেশে এক অস্বস্তিকর প্রশ্নের জন্ম দিয়েছে— মাদকাসক্তির কারণে পরিবারগুলো কতটা বিপর্যস্ত হতে পারে এবং কিভাবে এটি সামাজিক ও পারিবারিক সম্পর্ককে ধ্বংস করে দেয়। পুলিশের তদন্তে আরও বিস্তারিত তথ্য উঠে আসবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।