নবাবগঞ্জে করোনা প্রতিরোধে ইউএনও’র ঝটিকা অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৬শে মার্চ ২০২০ ০২:০৪ পূর্বাহ্ন
নবাবগঞ্জে  করোনা প্রতিরোধে ইউএনও’র ঝটিকা অভিযান

সরকারি নিষেধাজ্ঞা না মেনে দোকানপাট খোলা রাখায় দিনাজপুরের নবাবগঞ্জে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, হাট বাজার ও গ্রাম-গঞ্জে ঝটিকা অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ নাজমুন নাহার ।বুধবার সন্ধ্যায় নবাবগঞ্জ সদর, কুশদহ বাজার,কচুয়া বাজার, নন্দনপুর বাজর পাঠানগঞ্জ বাজারসহ  উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার এবং গ্রাম-গঞ্জে এ অভিযান চালানো হয় ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ নাজমুন নাহার বলেন, সরকারি নির্দেশনার আলোকে ও করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় ঔষুধদের দোকান, কাঁচা বাজার, মুদির দোকান ছাড়া, গণ পরিবহন থেকে শুরু করে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো স্থানে জনসমাগম না করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

 এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোঃ পারুল বেগম,থানার ভারপ্রাপ্ত অফিসার অশেক কুমার চৌহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম প্রমুখ  ।