সরাইলের ৪ জনের করোনার পরীক্ষা, পজেটিভ ১

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: মঙ্গলবার ২১শে এপ্রিল ২০২০ ০৪:৪৭ অপরাহ্ন
সরাইলের ৪ জনের করোনার পরীক্ষা, পজেটিভ ১

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে থেকে করোনাভাইরাসে নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠিয়েছিলেন সরাইল উপজেলা স্বাস্হ্য বিভাগ। চার জনের মধ্যে সরাইল উপজেলা একজনের সংগ্রহ নমুনার পরীক্ষা করে করোনাভাইরাস সংক্রামক এর অস্তিত্ব পাওয়া যায় (পজেটিভ)।

মঙ্গলবার (২১এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র আবাসিক চিকিৎসক (আরএম ও) ডাঃ আনাস ইভনে মালেক এ তথ্য জানান। তিনি আরও জানান, সরাইল উপজেলা থেকে ৪জনের  সংগ্রহ নমুনা পরীক্ষায় একজনের করোনা ভাইরাস সংক্রামক (পজেটিভ) উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের তেরকান্দা গ্রামের মোছাঃ শামীমা  বেগম (২৬)। বাকী তিন জনের কোন অস্তিত্ব নেই।

এসময় তিনি উপজেলা বাসীকে ঘরে থাকার আহ্বান করে বলেন, বার বার খাত ধুয়ে জনসমাগম এড়িয়ে চলবেন। একমাত্র সচেতনতাই আপনার নিরাপদ। আপনি নিরাপদ দেশ নিরাপদ। আমরা সকলেই সরকারের আইন মেনে চলতবো।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব