করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি পাওয়ায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সংলগ্ন ঢাকেশ্বরী আবাসিক এলাকায় , তাই লকডাউন করা হয়েছে এগুলো ।
সোমবার ঢাকেশ্বরী আবাসিক এলাকার পরিবেশ কমিটির সভাপতি অধ্যাপক ডা. প্রাণ কানাই সাহা ও সদস্য সচিব ডা. আ ফ ম সাইফুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ঢাকেশ্বরী আবাসিক এলাকায় করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে। এ অবস্থায় আবাসিক এলাকার বাসিন্দাদের সার্বিক নিরাপত্তার জন্য সবাইকে বাধ্যতামূলকভাবে আগামী ১৪ দিন নিজ নিজ বাসায় অবস্থানের অনুরোধ করা যাচ্ছে।পরবর্তী নির্দেশ না দেওয়া আগে কেউ বের হতে পারবে না এই এলাকা থেকে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।