প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ১৮:৮
নভেল করোনাভাইরাস আক্রান্ত এক চিকিৎসক ঢাকার তেজগাঁওয়ের যে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্ব এড়ানোর অভিযোগ করেছিলেন, সেই হাসপাতালের আরও তিন চিকিৎসক ও দুজন নার্সও এই রোগে আক্রান্ত হয়েছেন।তেজগাঁওয়ের ইমপালস হাসপাতাল কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে এই তথ্য জানিয়ে হাসপাতালের সার্জারি ও গাইনি বিভাগের ৪০ জন স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টিনে পাঠানো এবং বিভাগ দুটি বন্ধ রাখার কথা বলেছে।রাজধানীর একটি সরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ওই নারী চিকিৎসক দুপুরে অভিযোগ করেন, হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত রোগী পেয়ে তারা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। কিন্তু তারা বিষয়টি পাত্তা না দেওয়ায় কোনো ধরনের সুরক্ষা সরঞ্জাম ছাড়াই তাদের চিকিৎসা চালিয়ে যেতে হয়।