দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড আরও ১৮২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ৮০৩ জনে। এ ছাড়া এ সময়ে মৃত্যু হয়েছে আরও পাঁচজনের। সুস্থ হয়েছেন তিনজন।সোমবার আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ এ তথ্য তুলে ধরেন স্বাথ্যমন্ত্রী জাহিদ মালেক।গতকাল একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছিল ১৩৯। আজ তা ছাড়িয়ে দুইশোর কাছাকাছি চলে গেল। করোনার এ পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহবান জানান।
মন্ত্রী আরও জানান, গত ২৪ ঘণ্টায় তিনজন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। তাদের নিয়ে মোট ৪২ জন সুস্থ হলেন। আর নতুন পাঁচজনসহ মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৯জনে।চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের রোগী বাংলাদেশে প্রথম শনাক্ত হয় মার্চের ৮ তারিখে। এরপর থেকে ধীরে ধীরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছিল। আর গত ৫ এপ্রিলের পর থেকে করোনায় আক্রান্ত অনেক বেশি শনাক্ত হতে থাকে।গত ৬ এপ্রিল সোমবার ৩৫ জন নতুন করোনা রোগী শনাক্ত হন। তাদের মধ্যে পুরুষ ৩০ জন ও নারী ৫ জন। ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়। এদিন কারো সুস্থ হওয়ার জানায়নি আইইডিসিআর।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।