জ্বর, সর্দি-কাশিসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ফেনী থেকে পালিয়ে চিকিৎসার জন্য ঢাকায় ঘুরে বেড়াচ্ছেন এক গাড়িচালক। কয়েকদিন ধরেই তার গাড়িতে বিদেশ থেকে আসা ব্যক্তিদের বহন করেছেন। এদিকে তার খোঁজে বাড়িতে যান স্বাস্থ্য কর্মীরা। কিন্তু এর আগেই তিনি পালিয়ে যান। পরে তার বাড়ি লকডাউন করে দেয় প্রশাসন। সোমবার এ তথ্য জানান ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন।
সোমবার সকালে ওই ব্যক্তি নিজেই করোনাভাইরাস শনাক্তের জন্য রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) যান বলে জানিয়েছেন স্বজনরা। তবে কীভাবে, কোন বাহনে তিনি ঢাকায় পৌঁছান তা জানা যায়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভোর পাঁচটায় তিনি আইইডিসিআরে পৌঁছান। সকাল সাড়ে নয়টায় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দেখা পান তিনি। তখন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা তাকে একটি কার্ড নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠান। সবশেষ তথ্যমতে তিনি কুর্মিটোলা হাসপাতালে রয়েছেন।
স্বজনরা জানান, ওই ব্যক্তি রাজধানীর নর্থ-সাউথ ইউনিভার্সিটির অফিস সহকারী। রোববার রাতে তিনি ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বাজারে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে সেতু বিল্ডিংয়ে ছিলেন। এজন্য ওই ভবন লকডাউন করে স্বাস্থ্য বিভাগ। কয়েকদিন প্রবাসফেরত ব্যক্তিদের বিভিন্ন স্থানে ঘুরিয়ে ওই ভবনে ওঠেন তিনি। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।