গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচাপাইর গ্রামে স্থানীয় এক শিক্ষকের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় দেশীয় অস্ত্রসহ ৫০-৬০ জনের একটি সশস্ত্র দল ওই বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে এবং তিন লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
স্থানীয় গোলামনবী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর হোসেন জানান, দুই দিন আগে তুচ্ছ একটি বিষয় নিয়ে পিয়াস ও ইথেন নামে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হয়। বিষয়টি মীমাংসার জন্য বুধবার বিকেলে শালিস বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালীন একটি পক্ষের লোকজন তার বাড়িতে হামলা চালায়। ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি বাধা দিতে গেলে তারা বাড়ির মহিলাদের ওপর হামলা করে এবং শ্লীলতাহানির ঘটনাও ঘটায়।
এই ঘটনায় জাহিদ হাসান পিয়াস বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আবু সিদ্দিক, ইথেন ও ফয়সালসহ ২২ জনের নাম উল্লেখ করে আরও ৫০-৬০ জন অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তথ্য যাচাই-বাছাই করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
এলাকাবাসীর মতে, এই ধরনের ঘটনা এলাকায় ভীতি ছড়িয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দোষীদের শাস্তি দাবি করেছে। এ ধরনের হামলা প্রতিরোধে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী পরিবারসহ এলাকার সাধারণ জনগণ।
বৃহস্পতিবার সকালেও ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে কারা প্রকৃতভাবে জড়িত তা শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনার কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে স্থানীয় জনপ্রতিনিধিরা কিছু আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
এলাকাবাসী আশা করছে, প্রশাসন সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। বর্তমান পরিস্থিতিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আর না ঘটে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।