ঢাকায় শুরু হচ্ছে ২৯তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা

নিজস্ব প্রতিবেদক
জাহিরুল ইসলাম মিলন
প্রকাশিত: মঙ্গলবার ৩১শে ডিসেম্বর ২০২৪ ১১:২৯ পূর্বাহ্ন
ঢাকায় শুরু হচ্ছে ২৯তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা

বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১ জানুয়ারি থেকে মাসব্যাপী ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ)-২০২৫ শুরু হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  


মঙ্গলবার মেলা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং ইপিবির ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।  


এবারের মেলায় ভারত, পাকিস্তান, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং হংকংসহ সাতটি দেশের ৩৬২টি স্টল এবং প্যাভিলিয়ন অংশ নিচ্ছে। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ব্যবসায়ীদের জন্য এ মেলা ব্যবসা-বাণিজ্যের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা আশা করছেন।  


দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা হিসেবে কুড়িল, ভুলতা, গাজীপুর এবং নারায়ণগঞ্জ থেকে ৩০০টি বিআরটিসি বাস চালু করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।  


প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। অনলাইনের পাশাপাশি টিকিট মেলার প্রবেশপথেও কেনা যাবে।  


মেলার স্টল ও প্যাভিলিয়ন নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নির্মাণকাজ শেষ করতে কারিগররা দিনরাত কাজ করছেন। মেলা শুরুর আগেই স্টল মালিকদের বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।  


মেলার পরিচালক জানান, এবারের মেলায় দর্শনার্থীদের উপস্থিতি আগের তুলনায় বেশি হবে বলে তারা আশা করছেন। ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং রপ্তানি পণ্যের প্রসারে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।  


বাণিজ্য মেলায় আন্তর্জাতিক অংশগ্রহণ বাড়ছে। বিভিন্ন দেশের রপ্তানি পণ্য প্রদর্শন এবং ক্রেতা-বিক্রেতাদের মতবিনিময় এ মেলার মূল আকর্ষণ। পাশাপাশি, স্থানীয় পণ্যের মানোন্নয়ন ও বিপণনে এটি একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।  


আন্তর্জাতিক বাণিজ্যমেলাটি রাজধানী ঢাকায় বছরের শুরুতেই ব্যবসা ও সংস্কৃতির এক মিলনমেলায় পরিণত হবে। এটি ব্যবসায়ী এবং ক্রেতাদের জন্য বিশেষ অভিজ্ঞতা ও যোগাযোগের সুযোগ সৃষ্টি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।