সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী ও সাপ্তাহিক ছুটি শেষে আজ শনিবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানিসহ বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে। হিলি ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।
শনিবার (২০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন, বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী ও সাপ্তাহিক ছুটি শেষে আজ শনিবার (২০ আগষ্ট)সকাল থেকে এ বন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি রফতানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।
হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, শুভ জন্মাষ্টমী সরকারি ছুটি উপলক্ষে পোর্ট এর অভ্যান্তরীন সকল কার্যক্রম বন্ধ ছিলো। আজ শনিবার সকাল থেকে পোর্ট অভ্যান্তরীন সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি বদিউজ্জামান বলেন, জন্মাষ্টমী উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।