দিনাজপুরের হিলিতে শীতকালীন সবজিসহ আলু, পেঁয়াজ ও আদার দাম কমতে শুরু করেছে। হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বৃদ্ধি এবং শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বাজারে স্বস্তি ফিরেছে ক্রেতাদের।
রোববার (২৯ ডিসেম্বর) সকালে হিলি বাজার ঘুরে বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, পটোলের দাম কেজি প্রতি ২০ টাকা কমে ৬০ টাকা হয়েছে। বেগুনের দাম ৩০ টাকা কমে ৬৫ টাকা এবং শিম ১৫ টাকা কমে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। মুলা প্রতি কেজি ১০ টাকা কমে ৩০ টাকা দামে পাওয়া যাচ্ছে। ফুলকপি এবং বাঁধাকপির দামেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
এদিকে, ভারত থেকে আমদানি বাড়ায় আলু, পেঁয়াজ এবং আদার দামেও বড় ধরনের পতন ঘটেছে। বর্তমানে ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ৪০ টাকা, রোমানা আলু ৩৮-৪০ টাকা এবং আদা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কিছুদিন আগেও এসব পণ্য যথাক্রমে ৬০-৭০ টাকা, ৫৫-৬০ টাকা এবং ২০০ টাকায় বিক্রি হচ্ছিল।
ক্রেতারা এই দামের পতনে স্বস্তি প্রকাশ করেছেন। বাজার করতে আসা সাইফুল ইসলাম বলেন, "কয়েক দিন ধরে সব ধরনের সবজির পাশাপাশি আলু, পেঁয়াজ ও আদার দাম বেড়ে গিয়েছিল। আজ বাজারে এসে দেখি দাম অনেকটাই কমে গেছে। এটি আমাদের জন্য স্বস্তির বিষয়।"
বিক্রেতারাও জানিয়েছেন, শীতকালীন সবজি প্রচুর পরিমাণে বাজারে আসতে শুরু করেছে, ফলে দামের ওপর চাপ কমছে। হিলি বাজারের সবজি বিক্রেতা সোহেল রানা বলেন, "শীতের সময় সবজির উৎপাদন বেশি হয়। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করতে পারছি। ক্রেতাদের সংখ্যাও বেড়েছে।"
পেঁয়াজ বিক্রেতা শাকিল আহম্মেদ জানান, "হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় ভারতীয় পেঁয়াজ ও আদার দাম অনেক কমেছে। দেশি পেঁয়াজ বাজারে আসায় দাম আরও কমেছে।"
হিলি বাজারে ক্রেতা ও বিক্রেতারা মনে করছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে বাজার আরও স্থিতিশীল হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।