এলপিজি উৎপাদনে অতিরিক্ত ভ্যাট অব্যাহতি পেলো কোম্পানিগুলো

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: মঙ্গলবার ১৪ই জানুয়ারী ২০২৫ ১২:৩১ অপরাহ্ন
এলপিজি উৎপাদনে অতিরিক্ত ভ্যাট অব্যাহতি পেলো কোম্পানিগুলো

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) উৎপাদন পর্যায়ে সাড়ে ৭ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দিয়ে বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত আদেশ জারি করা হয়। এনবিআরের আদেশে উল্লেখ করা হয়েছে, এলপিজি বর্তমানে বাসাবাড়িতে রান্নার জ্বালানি, অটোগ্যাস স্টেশনে যানবাহনের জ্বালানি এবং শিল্পকারখানায় জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে প্রাকৃতিক গ্যাস সরবরাহের অপ্রতুলতার কারণে গার্মেন্টসসহ বিভিন্ন শিল্পকারখানায় এলপিজির ব্যবহার বাড়ছে। এ অবস্থায় এলপিজির উৎপাদন এবং ব্যবহার সহজলভ্য করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।  


জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশে জানানো হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ১২৬-এর উপ-ধারা (৩) অনুযায়ী, এলপিজি উৎপাদনে এই ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। এটি এলপিজি শিল্পে খরচ কমিয়ে সহজলভ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।  


বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপের ফলে এলপিজি ব্যবহার আরও বৃদ্ধি পাবে এবং শিল্পকারখানার উৎপাদনশীলতায় ইতিবাচক প্রভাব পড়বে।