চালের দাম বেড়েছে, তবে সমস্যা সাময়িক: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৯ই জানুয়ারী ২০২৫ ০৩:০২ অপরাহ্ন
চালের দাম বেড়েছে, তবে সমস্যা সাময়িক: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বর্তমানে চালের দাম বেড়ে যাওয়ায় জনগণের কষ্ট হচ্ছে, তবে এটি একটি সাময়িক সমস্যা। তিনি বলেন, এমন কোনো আলাদিনের চেরাগ নেই, যা দিয়ে বাজার সঠিক হয়ে যাবে। তবে বাজার স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।


বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ড. ওমর বোলাতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


তিনি আরও জানান, চালের দাম নিয়ন্ত্রণের জন্য সরকার আমদানি ব্যবস্থা সহজ করেছে। শুল্ক ৬৩ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে। আমদানি শুরু হলে, যদি কোনো ব্যবসায়ী মজুদ করে থাকে, তারা বাজারে স্বাভাবিক দামে চাল ছাড়তে বাধ্য হবে।


এ সময় সাংবাদিকরা যখন প্রশ্ন করেন যে, অসাধু ব্যবসায়ীরা কি কয়েকশো কোটি টাকা হাতিয়ে নেবে, তখন বশিরউদ্দীন বলেন, এটি একটি সাময়িক সমস্যা। বাজার নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপগুলি কার্যকর হতে কিছু সময় লাগবে।


বাণিজ্য উপদেষ্টা আরো জানান, দেশে চালের মজুদে কোনো সমস্যা নেই এবং খাদ্য মন্ত্রণালয় ইতোমধ্যে ভারতের পাশাপাশি পাকিস্তান ও মায়ানমার থেকে কয়েক লাখ টন চাল আমদানির ব্যবস্থা করেছে। তাছাড়া, নিম্ন আয়ের মানুষদের সাহায্য করতে ওএমএস ও টিসিবির কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে।