দ্বিগুণ কনটেইনার নিয়ে ফের পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে আসছে নতুন জাহাজ

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি - চট্টগ্রাম
প্রকাশিত: বুধবার ১৮ই ডিসেম্বর ২০২৪ ০৬:৩৪ অপরাহ্ন
দ্বিগুণ কনটেইনার নিয়ে ফের পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে আসছে নতুন জাহাজ

পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে ফের কনটেইনার ভর্তি একটি নতুন জাহাজ আসছে। আগামী শুক্রবার (২০ ডিসেম্বর) ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ জাহাজটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে। এবার জাহাজটিতে আনুমানিক ৮২৫ একক কনটেইনার রয়েছে, যা গতবারের চেয়ে বেশি। 


এই জাহাজটি কনটেইনার নামানোর পর অন্তত ১,২০০ একক কনটেইনার নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে, কনটেইনারের সঠিক সংখ্যা নিশ্চিত হতে কিছুটা সময় লাগবে, কারণ বন্দর জলসীমায় পৌঁছানোর পর তা হিসাব করা হবে। 


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি দেশের মধ্যে কনটেইনার চলাচল বৃদ্ধির লক্ষ্যে গত নভেম্বর থেকে পাকিস্তান ও চট্টগ্রামের মধ্যে সরাসরি কনটেইনার জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথমবার পাকিস্তান থেকে ৩৭০ একক কনটেইনার চট্টগ্রামে আনা হয়, যার মধ্যে ২৯৭ কনটেইনার পাকিস্তান থেকে এবং বাকি কনটেইনারগুলো আমিরাত থেকে এসেছে।


এবারের জাহাজে কনটেইনারের সংখ্যা দ্বিগুণের বেশি হওয়ায় পণ্য আমদানির পরিমাণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শিপিং কোম্পানির নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা জানিয়েছেন, প্রথমবারের তুলনায় এবার কনটেইনার আনার হার বৃদ্ধি পেয়েছে। প্রতিটি জাহাজ প্রতি ৩৮-৪২ দিনে একবার চট্টগ্রাম পৌঁছাচ্ছে। এছাড়া, কনটেইনারের সংখ্যা আরও বাড়লে এই রুটে জাহাজের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। 


শিপিং কোম্পানি সূত্রে জানা গেছে, সাধারণত এই রুটে পোশাকশিল্পের কাঁচামাল, রাসায়নিক, খনিজ পদার্থ ও ভোগ্যপণ্য ইত্যাদি পণ্য আনা হয়। তবে, বর্তমানে কোন পণ্য রয়েছে তা জানতে হলে শিপিং কোম্পানি কর্তৃক পণ্যের বিস্তারিত বিবরণ জমা দেওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।


এটি বাংলাদেশের পণ্য আমদানি ও রপ্তানি ব্যবস্থার উন্নয়ন ও চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার দিকে একটি নতুন পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।