প্রকাশ: ২০ মে ২০২৫, ১৮:৩২
দেশের বাজার ব্যবস্থাপনায় অসাধু চক্রের দৌরাত্ম্য এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকে থাকার সংগ্রাম নিয়ে কড়া মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, কিছু অসাধু প্রতিষ্ঠান পরিকল্পিতভাবে বাজারে একচ্ছত্র প্রভাব বিস্তার করছে, যাতে ক্ষুদ্র প্রতিযোগীরা ধ্বংস হয়ে যায়। তারা অস্বাভাবিকভাবে কম দামে পণ্য বিক্রি করে সুষ্ঠু প্রতিযোগিতা নষ্ট করছে এবং পুরো ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করছে।
মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশে প্রতিযোগিতা নীতি: সম্ভাবনা, প্রতিবন্ধকতা এবং এগিয়ে যাওয়ার পথ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। একইসঙ্গে যারা ভোক্তাদের জিম্মি করে এবং সরকারের রাজস্ব ফাঁকি দেয়, তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান দরকার।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যবসা শুধু মুনাফার জন্য নয়, দেশের প্রতি দায়িত্ববোধ থাকা উচিত। সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ তৈরি না হলে, অর্থনৈতিক অগ্রগতিও স্থায়ী হবে না। তিনি আরও বলেন, বাজারে শুধু বড় ব্যবসায়ীরা নয়, ক্ষুদ্র উদ্যোক্তারাও যাতে সমান সুযোগ পায়, তা নিশ্চিত করতে হবে। দেশের সম্পদের সুষ্ঠু বণ্টনের জন্য এ ধরনের সঠিক প্রতিযোগিতা অপরিহার্য।
প্রতিযোগিতা কমিশনের প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন বলেন, এক সময় এই কমিশনের কার্যক্ষমতা প্রায় ধ্বংস করা হয়েছিল। ফলে সাধারণ জনগণ এ প্রতিষ্ঠান থেকে তেমন সুফল পায়নি। এখন সেই প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়ে তুলে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। কারণ প্রতিযোগিতার সুফল প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনে পৌঁছাতে হবে।
তিনি বলেন, বিগত ১৫ বছরে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভিত্তি দুর্বল করা হয়েছে। স্থানীয় শিল্প উন্নয়নের পথে বাধা তৈরি করা হয়েছে। এর ফলে বাজারে স্বাভাবিক প্রতিযোগিতা ব্যাহত হয়েছে। তবে বর্তমান সরকার কিছু সাহসী পদক্ষেপ নিয়ে রেমিট্যান্স ও রপ্তানি খাতে উন্নয়ন এনেছে।
সেমিনারে প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান বলেন, কমিশন শুধু জরিমানা দেয় না, সুরক্ষাও দেয়। বিশেষ করে ছোট প্রতিষ্ঠানগুলো যেন বড় কোম্পানির দমননীতির শিকার না হয়, সে লক্ষ্যে কাজ চলছে। সিন্ডিকেট ভেঙে সবার জন্য সমান প্রতিযোগিতার সুযোগ তৈরিই এখন প্রধান লক্ষ্য।
আলোচনায় অংশ নেন বিভিন্ন গবেষক, নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতারা। তারা প্রতিযোগিতানীতির বাস্তবায়নে সরকারের কঠোর অবস্থান এবং ব্যবসায়ীদের নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও ইউএনডিপি।