প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৬:৪৭
অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ শনিবার একনেক সভার পর উপদেষ্টা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠকে সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না এবং তিনি থাকবেনই। তিনি বলেন, আমাদের কাছে যে দায়িত্ব অর্পিত হয়েছে তা বড় এবং আমরা তা সহজে ছেড়ে যেতে পারবো না। এ বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ১৯ জন উপদেষ্টা অংশগ্রহণ করেন। বৈঠক চলাকালীন উপদেষ্টা পরিষদের বাইরে কাউকে প্রবেশের অনুমতি দেয়া হয়নি।
পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, একনেক সভার পর উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয় এবং ব্রিফিং না দেওয়া হলেও পরবর্তীতে একনেক সভার সারসংক্ষেপ মেইলে পাঠানো হবে। চলমান রাজনৈতিক অস্থিরতার মাঝে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। একনেক সভায় দশটি প্রকল্প অনুমোদন দেয়া হয় যার মধ্যে নারীদের দক্ষতা উন্নয়ন, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মান উন্নয়ন এবং ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধির জন্য মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্প অন্তর্ভুক্ত ছিল। এছাড়া রিটার্নিং মাইগ্র্যান্টদের পুনর্বাসন ও নবায়নযোগ্য শক্তি প্রকল্পেও আলোচনা হয়।
রাজনৈতিক অস্থিরতার খবর ছড়িয়ে পড়ার পর প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন উঠলেও তার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব তা উড়িয়ে দিয়ে জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ চান না, তবে যদি তিনি পদত্যাগ করতে চান, তাহলে বিকল্প বেছে নেবে জনগণ।
একই সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে দলের আমির প্রধান উপদেষ্টার প্রতি সর্বদলীয় বৈঠকের আহ্বান জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, তিনি বিএনপি ও জামায়াত দুই দলের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন। শনিবার সন্ধ্যা ৭টায় বিএনপির সঙ্গে এবং রাত ৮টায় জামায়াতের সঙ্গে তার পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে।
বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই সব পদক্ষেপের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতা ও রাজনৈতিক সংলাপ চালু রাখার চেষ্টা করছে সরকার এবং উপদেষ্টা পরিষদ।