প্রকাশ: ২১ মে ২০২৫, ১৯:৩৬
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ঈদুল আজহা উপলক্ষে আবারও ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে এবার তুলনামূলকভাবে টিসিবির সব পণ্যের দাম কিছুটা বাড়ানো হয়েছে। এর ফলে নিম্নআয়ের ফ্যামিলি কার্ডধারীরা আগের চেয়ে বেশি দামে তেল, ডাল ও চিনি কিনলেও, বাজারদরের তুলনায় এখনও তা অনেকটাই সাশ্রয়ী।
বৃহস্পতিবার ২২ মে থেকে এই কার্যক্রম শুরু হচ্ছে এবং প্রতিদিন সারাদেশে ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, বিভাগীয় শহরগুলোতে ১০টি করে এবং বাকি ৫৬টি জেলা শহরে ১০টি করে ট্রাক থাকবে।
বিক্রি হওয়া পণ্যের মধ্যে রয়েছে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি। নতুন দামে প্রতি লিটার তেল ১৩৫ টাকা, প্রতি কেজি ডাল ৮০ টাকা এবং চিনি ৮৫ টাকায় বিক্রি হবে। পূর্বে এই দামগুলো যথাক্রমে ছিল ১০০, ৬০ ও ৭০ টাকা।
এছাড়া প্রতিটি ভোক্তা সর্বোচ্চ ২ লিটার তেল, ১ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন। এই সীমাবদ্ধতা থাকলেও দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের জন্য এটি স্বস্তির খবর।
টিসিবি জানিয়েছে, বাজারে চলমান দ্রব্যমূল্য পরিস্থিতির কারণে এই মূল্যবৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে সয়াবিন তেলের আন্তর্জাতিক দামের ঊর্ধ্বগতির কারণে দাম কিছুটা বাড়ানো ছাড়া উপায় ছিল না।
সাধারণ ফ্যামিলি কার্ডধারী ছাড়াও এবার ঈদ উপলক্ষে যেকোনো ভোক্তা বিশেষ ট্রাকসেল থেকে পণ্য কিনতে পারবেন। এই পদক্ষেপ পণ্য সরবরাহ ও ভোক্তাদের চাহিদা মেটাতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই কার্যক্রম ২২ মে থেকে শুরু হয়ে চলবে আগামী ৩ জুন পর্যন্ত, এবং তা শুক্রবার ও সরকারি ছুটির দিনেও চলমান থাকবে। ফলে সারাদেশজুড়ে মানুষ কিছুটা হলেও স্বস্তি নিয়ে ঈদের বাজার করতে পারবে।