প্রকাশ: ১৪ মে ২০২৫, ১০:৪১
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং 'লও ঠেলা'র তাণ্ডবের পর পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে দলের ৯ জন সদস্য। এলাকায় প্রকাশ্যে চাপাতি হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল তারা। মঙ্গলবার বিকেলে এমন ঘটনার পর রাতভর চলা অভিযানে গ্রেপ্তার করা হয় কিশোর অপরাধীদের।
মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজারের মেকআপ খান রোড, আজিজ খান রোড ও প্রেমতলা গলি এলাকায় এদের তৎপরতা লক্ষ্য করে স্থানীয়রা আতঙ্কে ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়ে যায় ‘লও ঠেলা’ গ্রুপের সক্রিয় সদস্যরা।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত একটানা অভিযান চালানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, গ্রেপ্তার হওয়া ৯ জনের কাছ থেকে চাপাতি ও ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
এর আগে বিকেল ৩টার দিকে গ্যাং সদস্যরা চাপাতি হাতে এলাকায় মহড়া দেয়। তারা পথচারী ও ব্যবসায়ীদের আতঙ্কিত করে তুলে। এমন পরিস্থিতিতে এলাকার শান্তিপ্রিয় মানুষজন পুলিশে খবর দিলে তাৎক্ষণিক অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।
‘লও ঠেলা’ নামের এই গ্যাংটি সম্প্রতি এলাকায় আধিপত্য বিস্তার, ভয়ভীতি দেখানো এবং সামাজিক মাধ্যমে উসকানিমূলক ভিডিও পোস্ট করছিল বলে অভিযোগ রয়েছে। এসব কারণে স্থানীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছিল।
গ্রেপ্তার কিশোরদের বয়স সাধারণত ১৫ থেকে ২০ বছরের মধ্যে। তারা কেউ কেউ স্কুল-কলেজপড়ুয়া হলেও দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েছে বলে জানিয়েছে পুলিশ।
এডিসি জুয়েল রানা বলেন, এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্তে বেরিয়ে এলে গ্যাংটির পেছনে কারা মদত দিচ্ছে, সে দিকেও নজর দেওয়া হবে।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।