প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৬:৩৯
সুইডেন বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী এবং কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৫৫ কোটি টাকার বেশি মানবিক সহায়তা প্রদান করছে। সুইডিশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটটি অংশীদার সংস্থার মাধ্যমে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে। এতে অন্তত ১০ লাখের বেশি রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।