প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৫:১০
ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরাইলের চলমান বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত হয়েছে ‘মার্চ ফর গাজা’। এ কর্মসূচির আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম, যা ইতোমধ্যেই সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে।
এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন আলোচিত ইসলামিক চিন্তাবিদ মিজানুর রহমান আজহারি। শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি জানান, ‘মার্চ ফর গাজা’ কেবল একটি কর্মসূচি নয়, বরং এটি মুসলিম উম্মাহর ঐক্যের একটি প্রতীক হয়ে উঠবে। তার ভাষায়, এটি একটি নতুন সেতুবন্ধ তৈরি করবে মুসলিমদের মাঝে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তিনি আরও একটি পোস্টে লেখেন, “মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানাতে, এ মুহূর্তে আছি ‘মার্চ ফর গাজা’র পথে। মানবতার এ মিছিলে আপনিও আসুন প্রিয়জনদের সঙ্গে নিয়ে।” তার এই আহ্বান সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আরও অনেক মানুষ উদ্বুদ্ধ হয়ে কর্মসূচিতে যোগ দেন।
শুধু মিজানুর রহমান আজহারিই নন, এই কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়েছেন দেশের বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিত্বরা। বিশেষ করে শুক্রবার রাতে একে একে অনেকে ভিডিওবার্তা প্রকাশ করে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এই তালিকায় রয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাতীয় পার্টির নেতা আন্দালিভ রহমান পার্থ, গণ-অধিকার পরিষদের নুরুল হক নুর ও রাশেদ খান, ইসলামী ঐক্যজোট ও খেলাফত মজলিসের নেতৃবৃন্দসহ আরও অনেকে।
ধর্মীয় ব্যক্তিত্বদের পাশাপাশি দেশের সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের পরিচিত মুখরাও একাত্মতা প্রকাশ করেছেন। ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামসহ জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় এ কর্মসূচির পক্ষে বক্তব্য দিয়েছেন। ভিডিওবার্তায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন আয়মান সাদিক, আরজে কিবরিয়া, অভিনেতা তামিম মৃধা এবং ইউটিউবার এনায়েত চৌধুরীর মতো জনপ্রিয় ব্যক্তিত্বরা।
এ ছাড়া আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, ইসলামী চিন্তাবিদ আহমাদুল্লাহ, ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, ডা. জাহাঙ্গীর কবিরসহ সমাজের নানা পেশার মানুষ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে মানুষের মানবিক অবস্থানের প্রতীক হিসেবে বরণ করে নিয়েছেন।
সামগ্রিকভাবে এ আয়োজন পরিণত হয়েছে একটি সর্বজনীন মানবিক আন্দোলনে, যেখানে ধর্ম, মত ও অবস্থান নির্বিশেষে মানুষ এক কণ্ঠে গাজাবাসীর প্রতি ভালোবাসা ও প্রতিবাদ প্রকাশ করছে।