প্রকাশ: ৫ এপ্রিল ২০২৫, ১০:৫৭
ঈদের ছুটি শেষে ঢাকা ফেরার চাপ বাড়ছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। গত দু’দিনের তুলনায় আজ যাত্রীদের উপস্থিতি বেশি দেখা গেছে। দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় আসা লঞ্চগুলো যাত্রী নামিয়ে ফের দ্রুত নিজ নিজ গন্তব্যে রওনা হচ্ছে। এতে টার্মিনালে তৈরি হয়েছে জট ও জনদুর্ভোগ। অনেক যাত্রীকে দীর্ঘ পথ হেঁটে যানবাহনে উঠতে হয়েছে।
বিআইডব্লিটিএ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সদরঘাটে ৭০-৭৫টি লঞ্চ এসেছে। ঢাকা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৪০টি নৌরুটে শতাধিক লঞ্চ চলাচল করছে। এসব লঞ্চ ঢাকা এসে যাত্রী নামিয়ে ফের বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, ভোলা জেলার উদ্দেশে ফিরে যাচ্ছে।
বিআইডব্লিটিএ’র কর্মকর্তা আরিফ ইনিউজ৭১-কে জানান, খুব সকাল থেকেই সদরঘাটে লঞ্চ আসা শুরু হয়েছে। আজকের মতো দিনে ৭০টির বেশি লঞ্চ এসেছে। প্রতিটি লঞ্চই যাত্রী নামিয়ে দ্রুত ফিরে যাচ্ছে। তিনি বলেন, ঈদের লম্বা ছুটি থাকায় মানুষ ধাপে ধাপে ফিরছে। তবে গত দু’দিনের তুলনায় আজ ঢাকামুখী মানুষের চাপ বেশি।
মেসার্স সুরভি-৭ লঞ্চের কর্মচারী সাইদুল ইনিউজ৭১-কে জানান, আজকের ভিড় অন্য দিনের তুলনায় কিছুটা বেশি। তবে পদ্মা সেতু চালু হওয়ার পর লঞ্চযাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে কমেছে। সাধারণত ঈদের আগে ও পরে দুইদিন ভিড় বেশি দেখা যায়।
এদিকে বরিশাল থেকে ঢাকায় আসা যাত্রী রাজ মিয়া ইনিউজ৭১-কে বলেন, সকালে সদরঘাট পৌঁছানোর পর লঞ্চটি দ্রুত ফের বরিশালের উদ্দেশে ছেড়ে যায়। যাত্রী বেশ ছিল, তবে সহনীয় পর্যায়ে। গাড়ি পেতে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে।
অন্যদিকে এখনো নাড়ির টানে ঢাকা ছাড়ছেন কিছু মানুষ। তবে রাজধানীর অধিকাংশ সড়ক এখনও ফাঁকা। যানজটমুক্ত পরিবেশে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছে।
বিআইডব্লিটিএ সূত্র জানিয়েছে, সাধারণ সময়ে লঞ্চগুলো রোটেশন তালিকা অনুযায়ী চলাচল করলেও ঈদের সময় অতিরিক্ত যাত্রীর চাপ থাকায় বিশেষ লঞ্চ চলাচল করছে। এই বিশেষ লঞ্চগুলো দ্রুত ফেরার চেষ্টা করছে যেন আবারও যাত্রী আনতে পারে।
সবমিলিয়ে ঈদের ছুটির রেশ থাকলেও জীবিকার তাগিদে কর্মজীবী মানুষ ঢাকা ফিরছে। চলতি সপ্তাহের মধ্যেই রাজধানীতে পুরোদমে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসবে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।