পটুয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে রিকশাচালকসহ পাঁচটি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে তালতলা এলাকার নুরু ঢালীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নুরু ঢালীর মালিকানাধীন টিনশেড চারটি বসতঘরে প্রথমে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
পরবর্তীতে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে পটুয়াখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর আগেই আগুনের লেলিহান শিখায় পাঁচটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছেন রিকশাচালক জাফর ও মামুন এবং গৃহকর্মী শাহানাজসহ আরও কয়েকজন। ক্ষতিগ্রস্তরা জানান, সকালে ঘরে তালা দিয়ে সবাই নিজ নিজ কাজে চলে যান। ফিরে এসে তারা দেখতে পান তাদের দীর্ঘদিনের সাজানো স্বপ্নগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।
বাড়ির মালিক নুরু ঢালীর স্ত্রী বলেন, “অনেক কষ্ট করে পাঁচটি ঘর তুলে ভাড়া দিয়েছিলাম। এই ভাড়ার টাকায় আমাদের সংসার চলত। আগুনে সব পুড়ে গিয়ে আমরা এখন নিঃস্ব।”
পটুয়াখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক বিল্লাল উদ্দিন জানান, “খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমাদের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।”
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।